পায়রার দাম ১৪ কোটি !

১৯ লক্ষ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬ লক্ষ টাকার কাছাকাছি। এটা একটি পায়রার দাম। ঠিকই শুনেছেন একটি পায়রা এই দামেই বিক্রি হয়েছে। বেলজিয়ান এই পায়রাটির নাম নিউ কিম। দুই বছর বয়সী মেয়ে পায়রাটিকে সম্প্রতি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল।

রবিবার অনুষ্ঠিত এক অনলাইন নিলামে ১৯ লাখ ডলার দাম হেঁকে পায়রাটি কিনে নিয়েছেন চিনের একজন ধনী ব্যক্তি। এটি অবশ্য কোনও সাধারণ পায়রা নয়। নিউ কিম একটি বিশেষ প্রজাতির পায়রা। যার পরিচয় ‘রেসিং পিজন’ হিসেবে। তাই এটি রেসিং পিজন বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড।

এই বিশেষ প্রজাতির পায়রার কাজ হল ওড়ার প্রতিযোগিতায় অংশ নেয়া। সাধারণত পায়রাগুলোকে একশ থেকে এক হাজার কিমি দূরত্বের কোনও স্থানে ছেড়ে দেওয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। মোটা অংকের অর্থ মিলবে তার মালিকের।

পায়রাদের এই প্রতিযোগিতায় এর আগের বিজয়ী ছিল আর্মান্ডো নামে একটি পুরুষ পায়রা, যার দর ছিল প্রায় কমবেশি ১১ কোটি টাকা। যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়।

নিউ কিমও ২০১৮ সাল থেকে বেশ কটি প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে।

নিউ কিমের আগেকার মালিক কার্ট ভান দে উওয়ের এই বিপুল পরিমাণ অর্থে পায়রাটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত। চিনের যে ধনী ব্যক্তি তাকে কিনেছেন তার শখ হল রেসিং পিজন সংগ্রহ করা। চিনে সম্প্রতি পিজন রেসিং খুবই জনপ্রিয়তা পেয়েছে।

অনুমান করা হচ্ছে নিউ কিম মেয়ে পায়রা হওয়ায় তার দাম এত বেশি হয়েছে কারণ তাকে এই প্রজাতির পায়রা প্রজননে কাজে লাগানো যায়। নিলামে বিজয়ী চিনা নাগরিক নিউ কিমকে এই প্রতিযোগী প্রজাতির পায়রা প্রজননে কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 10 =