অগাস্ট ২০২০ রোদ্দুর খুঁজি July 30, 2020August 31, 2020 admin 1 Comment শক্তিপ্রসাদ ঘোষ, নিউটাউন, কোচবিহার ## অনেক দিন দেখিনি পেট ভরে রোদ্দুর রাস্তার পাশে বাড়ি দূরে, অনেক দূরে চোখে ভেসে উঠে সব ক্ষেতের পাশে পুকুরে গ্রীষ্মের তাপে স্নান তীব্র যন্ত্রণায় ফিরে আসা এক মুঠো রোদ্দুর খুঁজি।
কবিতাটা প্রাণ স্পর্শ করতে সক্ষম।