বইমেলা সংখ্যা ২০১৯ শূন্য February 4, 2019March 22, 2019 admin 0 Comments বাপ্পাদিত্য পাণ্ডে, আদ্রা, পুরুলিয়া শীতের রাস্তা ভরায় দেখি যেমন ঝরা পাতা ব্যর্থ প্রেমিক তেমনি ভরায় ভরায় শূন্য মনের খাতা । শূন্য রাস্তা শূন্য জীবন আঘাত লাগে বুকে ব্যর্থ প্রেমিক প্রেমের আশায় আজও করুণ মুখে ।