অক্টোবর ২০২০ পুরানো যা কিছু… October 5, 2020November 2, 2020 admin 0 Comments দেবাশীষ ঘোষ, কেন্দ্রা, পশ্চিম বর্ধমান ## পুরানো প্রাচীর ধরে হেঁটে চলে রোদ আর কিছু সবুজ লতা… বড়ো ভালো লাগে পুরানো যা কিছু গোলাপি শব্দের নির্যাস সে তো পুরানো খামে, পৃথিবী যতোই ছুটে চলুক দিগন্ত থেকে দিগন্তে।