বহুদিন….
অমলেন্দু বিশ্বাস
##
আয়োত্রীণা, বহুদিন আমরা
ভাসিনি নীলে
বহুদিন আমাদের চোখ
ভেজেনি গাঙচিলে
বহু বহু দিন আরও একদিন
সেও বহুদিন,
আমরা ছিলাম নক্ষত্রঘুমে….
এই অবারিত মাঠ, চেনা পথ ঘাট
এই শহরের সহজ পাঠ
হয়নি পড়া, পড়া হয়নি সে বহুদিন
বন্য পাখিদের মত করে।
 
			অমলেন্দু বিশ্বাস
##
আয়োত্রীণা, বহুদিন আমরা
ভাসিনি নীলে
বহুদিন আমাদের চোখ
ভেজেনি গাঙচিলে
বহু বহু দিন আরও একদিন
সেও বহুদিন,
আমরা ছিলাম নক্ষত্রঘুমে….
এই অবারিত মাঠ, চেনা পথ ঘাট
এই শহরের সহজ পাঠ
হয়নি পড়া, পড়া হয়নি সে বহুদিন
বন্য পাখিদের মত করে।