হিহিহি…..
 
 অঞ্জলি দে নন্দী, ## 
 উঠলো গরু গাছে।
 ধেই ধেই ধেই…..
 ছন্দে ছন্দে তালে তালে…..
 ডালে ডালে ডালে……
 সে নাচে।
 ডাল ভেঙ্গে পোড়লো যেই,
 ভাঙলো তার ঠ্যাং।
 গাছের নিচে ছিল এক ব্যাঙ।
 তাকে পোড়ে থাকতে দেখে
 জুড়লো সুরে গান।
 ড্যাডাং ড্যাডাঙ ড্যাং………
 গরুর নাচন শেষ।
 বেশ হয়েছে বেশ বেশ বেশ!
 তখন গরু কোরলো শুরু চোলতে…..
 খুঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে……..
 আরও তারস্বরে ব্যাঙ তখন গাইলো,
 ল্যাং ল্যাঙা ল্যাং ল্যাং…..
 হি হি হি……
 গরু তখন করুন দৃষ্টিতে এদিক ওদিক চাইলো।
 
 

