গবেষণার বিষয়
শর্মিষ্ঠা বিশ্বাস, মকদমপুর, মালদা ##
হাত থেকে বেরিয়ে যাচ্ছে আলো!
এমনটি করবেন না – বলতে বলতে
গোল্লাছুট বালিকার মূর্তি গড়লেন ভাস্কর।
হাত থেকে বেরিয়ে যাচ্ছে রোদ!
পিছু পিছু গল্পকার দৌড়াতে দৌড়াতে সজনেগাছের দিকে তাকাতেই কাগজের ছাতায় মোড়া ছায়াশব্দ ধরিয়ে দেয় মৃত্যুপথ যাত্রী গুটিপোকা!
প্রজাপতি উড়ছে চিত্রকরের কারুকাজে!
ছাতার পাখির কলরবে
বাংলাভূমি ফলিতবিজ্ঞানের গবেষণাগারে চলে যাচ্ছে!
আয় বৃষ্টি আয়…
সবশেষে কবি
মাঠ মাঠ ব্রয়লার মুরগির পালকের ওড়াউড়ির ফাঁকফোকরে সযত্নে সংরক্ষণ করছে মেঘ, গুটিপোকা আর ছাতার পাখির কলরব- আসন্ন পুজো সংখ্যার জন্য।

