যদি বোকা হই
কিশলয় গুপ্ত ##
যদি বোকা
হই      
তবে তাই সই
তবু ঘুমে থাক       
সব হইচই
যদি
প্রভু চান        
জয় রাম রাম
প্রিয় বাংলায়        
আজ বিধিবাম
যদি জল
পাই       
প্রানে বল পাই
পথে পায়ে পা       
কিছু দল চাই
যদি
হাওয়া ঘোর   
তবু রাত ভোর
হবে সে জানি        
আয় করজোড়
যদি প্রেম পাই        হাতে হেম চাই
শ্রীরামের পাশে      এক কাসেম চাই
যদি বোকা
হই      
যদি পোকা হই
তবু আমরন          
একরোখা হই

