দুর্নীতি

মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

দুর্নীতি   দূর্ নীতি   সুর মিতি   সকলের,

সব বোঝে  ধরবে কে  ধরাটাই ধকলের।

সরা জ্ঞান   ধরাকে   করে সেই   দমবাজ,

বাম-হাতা নাম তার  ঘুষ ছাড়া কম কাজ।

যে জালই পাতো না  ভেজালের কারবারি

কেটে দেবে নিমেষে এত জোরজার তারই।

দালাল আর ফড়েতে বসে নড়ে চড়ে যে,

জম্পেশ লোভে হায়  যখনই যা করে সে।

কাটমানি নজরানা তোলাবাজি ক্ষমতায়

করবে কে ভালো কাজ সততার সমতায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 1 =