ভ্রম

    রাহুল প্রামানিক ##

অনেক কথা বাকি ছিল , শীতল পাতার মতো বাতাসের

আমার জীবনে কোন কিছুই ছিল না

আজ ও নেই সেই সুতোর পরশ যে টুকু  ছিল আমার

সদ্য জীবনের পাশে থেকে কিনতে চায় ভাষা

কিনেছি স্বপ্ন তোমার জন্য , এখন আর না

ভিজে মনের প্রাসাদে রেখেছ সম্পৃক্ত করে

ভেজাল বাঁধন ছিঁড়ে যাবে , আবার ফিরে যাবে

আকাশের ঠিকানা ভুল হবে না

জীবন্ত কংকাল জন্ম নেবে সেখানে

ভুলে যাবে আকাশ বিপন্ন করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 13 =