অধরা

শ্রীমন্ত ঘোষ, মালডাঙা, বর্ধমান ##

নিত্য দেখি তাকে আমি 

তবু ভরেনা মন 

ইচ্ছে হয় তার পাশেই 

থাকি সারাক্ষণ   ।

তার থেকে দূরে গেলেই 

একা লাগে ভীষণ 

হাজার কথা মনে পড়ে 

ভেজে চোখের কোণ  ।

মনে পড়ে প্রথম দেখা 

চোখে চোখে কথা 

মিষ্টি তার মুখের হাসি 

ভীষণ সরলতা   ।

আপন মনে হাঁটি যখন 

তার ছবি আঁকি 

শুষ্ক  আমার হৃদয় তখন 

করে ডাকাডাকি   ।

ইচ্ছে করে একছুটে যাই 

ধরে আনি তারে 

সুখে দুখে গাঁথবো মালা 

শিশির ভেজা ভোরে   ।

সূর্য ডোবে আঁধার নামে 

একা নিরালায় 

অধরাই রইলো তাকে 

থাকি অপেক্ষায়   ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + twenty =