অপেক্ষা

    অতনু নন্দী  ##

চারিদিকে নাক্ষ‌ত্রিক রোদ!  রোদ পেরিয়ে হেঁটে চলে রোদ্দুর। 

বুকের বাঁদিকে দগদগে স্মৃতি। 

রক্ত উঠে আসে চোখে।

সম‌য়ের ক্ষরনে উদ‌রে নৃত্য করে চলে একটা ইঁদুর। 

পানকৌড়ি গন্ধটুকু মেখে অপেক্ষায় মৃত্যুর পলক, অমৃতের হাতছানি। 

আমার নদীটি খরস্রোতা। 

বৃষ্টি নেমেছে তার শরীরে। মুদ্রনের গন্ধে মাতোয়ারা বাগিচায় ধ্রুপদী ঘরণার গজল 

গেয়ে চলেছে সে। 

ফিরে আসবে বলেছিল অমাবস্যা তিথি ফুরালে। এখনও নৌকা বাঁধা পড়ে আছে ঘাটে। 

স্নেহময় মাঝি উপবাসী কান্না নিয়ে গুনে চলেছে প্রতীক্ষার প্রহর॥ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + nineteen =