আমি কী না… !!!

দীপকুমার

(বিঃদ্রঃ – আমি বলতে আমি আমাকে নয় মহান সৃষ্টি কর্তাকে গেঁথেছি)

 

যুগে যুগে আমি কবি

আমি চন্দ্র তারা রবি

বল কে কী বলিবি?

আমি রাম আমি রহিম

আমি কৃষ্ণ নবী

বল কে কী  বলিবি?

আমি কুসংস্কার নই আমি বাস্তব

আমি মৃত্যু আমি জীবন

আমি প্রজা আমি রাজা

সব আমার দখলে ভুবন

তোরা আমার ছায়ার সঙ্গি

তোদের দেহটাই কেবল ভঙ্গি

আমি ডুবিলে তোরা মরিবি

শুধুই রবে যে ছবি

বল কে কী বলিবি?

 

আমি দস্যু আমি দানব

আমি মানব মহা মুনি

আমি সোনা আমি রুপা

আমি হীরা মুক্তা চুনী

আমি নই প্রভু তোদের প্রভু

আমি যে চির বন্ধু

আমি ঝর্ণা গিরি মরু

আমি বন্ধনের মহা সিন্ধু

আমি যীশু আমি শিশু

আমি বুদ্ধ বৃদ্ধা প্রবীণ

আমি আমেরিকা রাশিয়া জাপান

আমি বাংলাদেশ ভারত চীন

আমি আল্লাহ আমি ভগবান

আমায় কাঁধে কী রে কেউ লবি?

বল তবে কে কী বলিবি?

আমি দরবেশ আমি ফেরেস্তা

আমি ভিখারী আমি গেরেস্তা

আমি জমিদার আমি নবাব

আমি বিদ্রোহ আমি জবাব

আমি রক্ত আমি মাংস

আমি ধার্মিক আমি কংস

আমি পুত্র আমি পিতা

আমি কোরআন আমি গীতা

আমি কষ্ট

আমি নষ্ট

আমি জীবের ঘুমন্ত চিতা l

আমি দৃশ্য আমি অদৃশ্য

আমি গুরু আমি শিষ্য

আমি আকাশ আমি বাতাস

আমি ই  আমি  স্পষ্ট l

আমি মিথ্যা আমি সত্যি

আমি তর্ক  আমি যুক্তি

আমি ফন্দি আমি বন্দী

আমি তবুও আমার মুক্তি l

আমি ভরা পেট আমি উপবাস

আমি মহারথ আমি ক্রীতদাস

তোরা কেউ কী বিক্রী হস নি!

বল তবে কে কী বলিবি?

 

আমি ফুল আমি ফল

আমি গোপন তৃষ্ণার জল

আমি নবীন আমি প্রবীণ

আমি মহাশক্তি আমি দুর্বল

আমি দূর আমি নিকট

আমি নিঃশব্দ আমি প্রকোট

আমি তেঁতো আমি মিঠা

আমি উদবাস্তু আমি ভিটা

আমি শান্তি আমি অশান্তি

আমি ঠিক আমি ভ্রান্তি

আমি ফুল আমি কাঁটা

আমি গোছানো আমি ঘাটা

আমি মাটি

আমি খাঁটি

আমি চৈত্রের বুক ফাঁটা l

আমি আসল আমি নকল

আমি খোলা মাঠ আমি দখল

আমি সৃষ্টি আমি বৃষ্টি

আমি কঠিন আমি সরল l

আমি কান্না আমি হাসি

আমি বাঁশ আমি বাঁশি

আমি পাহাড় আমি পর্বত

আমি ছোলা ছাতুর সরবত

আমি রোদ্র আমি ছায়া

আমি আপন পরের মায়া

আমি এক আমি একশো

আমি মিডিয়ার মিথ্যে টকশো

আমি গ্রহ আমি পৃথিবী

তোরা কেউ কি আমায় চিনিবি?

বল তবে কে কী বলিবি?

 

আমি পোড়া কয়লা

কুলির গায়ের ময়লা

আমি বাবুর বউয়ের গয়না

আমি চাষীর ঘরের সয়না

আমি আঁকাবাঁকা সোজা পথ

আমি উঁচু নীচু সমতট

আমি আগুন আমি বরফ

আমি দোযোগ বেহেস্ত স্বরগ

আমি ভালোবাসা আমি ঘৃণা

আমি বাঁধা বন্ধন হীনা

আমি শত্রু আমি মিত্র

আমি এখানে ওখানে সর্বত্র

আমি নিঃশ্বাস

আমি বিশ্বাস

আমি সৃষ্টির মুখ পত্র l

 

আমি ভাটা আমি জোয়ার

আমি ঘর আমি দুয়ার

আমি ভিতর আমি বাহির

বিশ্বের বিশ্ময় প্রচার l

আমি সুস্থ আমি মাতাল

আমি দিন রাত্রি সকাল

আমি সময় আমি প্রলয়

আমি সকল কর্মের আলয়

আমি বিচার আমি বুদ্ধি আমি জ্ঞান

আমি দূর্ভিক্ষ কল্যাণ

যদি আমি মহামারী বধ -ব্যাধি?

বল বল তবে কে কী বলিবি?

আমি আপন আমি পর

আমি ক্ষেতি চুরমার

আমি প্রকৃতি আমি প্রভৃতি

আমি খেলা ঘর সংসার l

আমি কর্ম আমি ফল

আমি ধর্ম অনর্গল

আমি যে ডুবন্ত মহাবিন্দুতে একটি শতদল l

আমি বহুজাতি আমি বহু ভাষা

আমি বহু আঁখি আমি বহু আশা

আমি বহু দেনা আমি বহু চেনা

তোর হৃদয়ের অঞ্চল l

 

আমি গদ্য আমি পদ্য

আমি বাসি আমি সদ্য

আমি কাক আমি কোকিল

আমি আসামি আমি উকিল

আমি ধান আমি মান

আমি চঞ্চল আমি অবসান

আমি গীতিকার আমি সুরকার

আমি প্রতিশোধ আমি প্রতিকার

আমি ঘাস আমি লাশ

আমি শান্ত আমি ত্রাস

আমি যন্ত্র আমি মন্ত্র

আমি বদ্ধ আমি স্বতন্ত্র

আমি দিন মজুর

আমি সন্নাসী হুজুর

আমি মন্দির আমি মসজিদ আমি চার্চ

আমি প্যাগোডা প্রভৃতিসাঁচ,

আমি ক্ষুদ্র আমি বৃহৎ

আমি ছিদ্র ওই সবুজপাতার নাচ l

আমি প্রেমিক আমি প্রিয়া

আমি পাথর আমি হিয়া

বায়ূ আমি জল স্বচ্ছ কাঁচ l

আমি ন্যাকা আমি বোকা আমি চালাক

তোরা বিজ্ঞানী তোরা জোতিষী

যদি চির দিন ওরে না রবি

বল বল তবে কে কী বলিবি বল?

আমি যে ঘুমায়ে চির চুমায়ে

তোদের হৃদয়ের অঞ্চল ll

আমি পিতা আমি মাতা

আমি দেখা অদেখায় গাথা

আমি গঙ্গা আমি যমুনা

ছুটন্ত তার নমুনা

আমি আছি আমি থাকবো

কেবল তোদের ভাঙবো গড়বো

তোরা খেলনা আমার খেলা ঘরের

খেলার প্রতিষ্ঠান

আছি সকল ভাবে সকল খানে

আমার অবস্থান ll

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − two =