এস খেলি

 মাধব মণ্ডল, সোনারপুর

***********

ফুল আর ভুল

চুল আর গুল।

 

কুল আর হুল

ঝুল আর মূল।

 

টুল আর শূল

দুল আর রুল।

 

এবার দেখি কী করা যায়!

 

ফুল তোলো করে ভুল

গুল মারো রেখে চুল!

 

তারপর দেখি!

 

কুল পাড়ি ফোটে হুল

ঝুল ঝাড়ি তুলি মূল!

 

শেষবার দেখি!

 

আনি টুল আনি শূল

রুল মেনে পরি দুল!

 

 ২

***********

বল বা বল

দল বা দল।

 

কল বা কল

খল বা খল।

 

চল বা চল

ফল বা ফল।

 

এবার দেখি কী করা যায়!

 

বল খেলে বাড়ে বল

দল ফুলে ভোটে দল!

 

তারপর দেখি!

 

কলে জল পড়ি কলে

খলে মরে পিষি খলে!

শেষবার দেখি!

চল ছুটে নেই চল

ফল পাড়ি দাও ফল!

 

************

সাদা এবং সাদা

কাদা এবং কাদা।

 

গাধা এবং গাধা

দাদা এবং দাদা।

 

আদা এবং আধা

বাদা এবং বাঁধা।

 

এবার দেখি কী করা যায়!

 

সাদা ফুল মনে সাদা

কাদা মাটি ঘুমে কাদা!

 

তারপর দেখি!

 

গাধা প্রাণি আমিও গাধা

দাদা বড় ঠাকুর দাদা!

 

শেষবার দেখি!

 

আদা মধু আধি আধা

বাদা বনে বাঘ বাঁধা!

 

 ৪

*************

প্লেটের ওপরে কাপ

আঁকো দেখি মা-বাপ!

 

পুকুরে খালেতে

মাছ ধরে জালেতে।

 

ঐ দ্যাখো আকাশে

রংধনু বাঁকা সে।

 

এঁকেছো? এঁকেছো?

বাহ্, বেশ, দেখেছো!

 

দেখেছো, দেখেছো

চেষ্টাতে কি না হয়

রাজা হয় গজা হয়

শিখেছো, দেখেছো!

 

************

লেখ দেখি – 

কাকা বাবা

উল্টে লেখ দেখি –

কাকা বাবা।

 

আরে আরে থেকে গেল একই!

 

আবার লেখ দেখি –

মচমচ কচ কচ

উল্টে লেখ দেখি –

চমচম চক চক।

চমচম খেয়ে জল খাও ঢক ঢক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 19 =