কাগজের নৌকো

 সুনির্মল বসু, বাটানগর, দক্ষিণ ২৪ পরগনা ##

কালরাতে তুমি চলে যাবার পর অঝোর ধারায় বৃষ্টি নেমেছিল, সারারাত বজ্রবিদ্যুৎ আর ঝড়ের তান্ডব,

তুমি বলে গেলে,

আমি আর তোমার কাছে কোনোদিন আসবো না,

সেই থেকে আমার মনেও সারারাত জল বৃষ্টি,

বাঁশ বনে মনে হয়,সাপে ব্যাঙ ধরেছে, তালবনে বাতাস উত্তাল,

আমি আত্ম সমীক্ষায় বসে গেলাম,

অতীত বর্তমান একাকার হোল,আগের মতো তোমার সঙ্গে হাঁটলাম,কথা বললাম, তর্ক করলাম, ক্ষমা চাইলাম।

এখন সকাল, প্রকৃতি শান্ত, উঠোনময় জল,

শিশুরা কাগজের নৌকো ভাসাচ্ছে,

জলে হাঁস,অবলার মা ডাকছেন,চৈ চৈ।

কাগজের নৌকো এগিয়ে চলেছে, আমি চোখ বন্ধ করে ভাবনার নদীতে ডুব দিলাম, মনে মনে বললাম,

ঐ নৌকোটা ময়ূরপঙ্খী হয়ে তোমার উঠোনে যাক না,মাঝি দাঁড় বেয়ে চলুক না, আমার ভুলগুলোর কথা তোমায় বলুক না,

ঐ ময়ূরপঙ্খীতে করে একবার কি আমার কাছে ফিরে আসতে পারো না, নন্দিনী,

আমি যে আমার ভুলগুলো শুধরে নিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =