ক্রাসুলেসি ঘিরেছে

অভিজিৎ দাসকর্মকার, বিষ্ণুপুর, বাঁকুড়া ##

দেওয়ালে ঝোলান পকেট হ্যাঙ্গারে সাদা এবং নিরক্ষর বর্ণমালা| পাতার আত্তীকরণে অক্লান্ত প্রতিশ্রুতি উঁকি দেয়
তরঙ্গ-স্তবকে।
যদিও আমার sonnet-116 পড়া। মেয়েটির স্বর্ণলতা পায়ে সন্ধ্যা নামছে factorial n-এ। অথচ
নিয়মগুলো মুখস্থ করা হয়নি এবং স্থিতিস্থাপকতাও দেয়া হয়নি পাশবালিশটিকে। এদিকে,
         শরীরের অন্ধকার দশায় পারদের উবাচ।
পদ্মপাতায় মিশতে থাকে কালহেমন্তর দ্বিপ্রহর।
আকাশে অসংখ্য গাঙচিল কথা বলে এখনো____
পশ্চিম-ঢলা সুর্য হ্যালান দিয়েছে সীমাবদ্ধ কোলের নমনীয়তায়।
    আমার পিছনের ছায়ায় জসিমউদদীনের নক্সা।
আর
ক্রাসুলেসি ঘিরেছে বিপত্নীক রাস্তাকে, এবং
অভিযোজনের পথজুড়ে সংগত করে চলেছে শরীরের হাতজোড় করা প্রার্থনা সংগীত
       আমার মুক্তি আলোয় আলোয়,এই আকাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 14 =