জীব বন

তাপস কুমার মুখোপাধ্যায় ##

জীবনের জীব সব, সদা করে কোলাহল

জীবনের বনে বুঝি আজও জ্বলে দাবানল|

দাঙ্গা, হিংসা, মারামারি, জীব-বনে যতো

আয়ু জীবন-জীবে কভু না হয় অতশত|

জীবন-বনে লোভ, কাম, ক্রোধ যত আছে

জীবনের লোভি জীব ছোটে তারই পাছে|

লড়ে যাওয়া জীব-বনে লড়াইটাই ধর্ম

জীবন জীবের রিপু করে নিজ নিজ কর্ম|

জীব-বনে লুক্কায়িত হিংসা থাকে আঁধারে

জীবন-জীব রক্তাক্ত নিজ নিজ প্রহারে|

জীব-বনে পাপ-পূন্যের খোঁজ মেলা ভার

জীবন-জীবে আছে মন্দ ভালোর সমাহার|

জীবন-জীব সব আর থেকো নাকো নির্জীব

জীবন-বন অনলবিনে করে তোলো সদা সজীব|

ব্যাথা, গ্লানি, বেদনা, জীবন-জীবের জ্বালা

এসো জীব-বনে জ্বালি সব শান্তির দ্বীপমালা|

One thought on “জীব বন

  • January 25, 2021 at 5:27 pm
    Permalink

    বাহ ! ভালো লাগলো ছন্দবদ্ধ কবিতাটি।
    বিশ্বজিৎ রায়
    ( “কৈকেয়ী” প্রবন্ধের লেখক)
    ২৫/০১/২০২১

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =