বিবর্ণ বসন্ত

শিখা চৌধুরী, কোন্নগর , হুগলী ##

ইচ্ছে করে সেই বসন্ত ছুঁয়ে দেখি

যে বসন্ত আনবে ছেলেবেলা।

সবুজ দিনের সবুজ রইবে  প্রাণে

মনে শুধুই বিরাজ খুশির মেলা।

কত বসন্ত আসছে বছর ঘুরে

ক’টা কোকিল ডাকছে মিষ্টি সুরে?

ফাগুন আজি বিবর্ণ চারদিকে,

বসন্ত রাজ সত‍্যি কি আজ ফিকে?

আকুল করা চোখ দুটি চায় একি

বসন্তে রঙ লাগছে কোথাও মেকি,

সেই বসন্তে আজ ও পাতা ঝরে,

শুকনো পাতায় শব্দ ও মড়মড়ে ।

তবু কোথাও খুঁজছি শুধুই খুঁজি

হারিয়ে গেছে অতীত আমার বুঝি?

রঙের খেলায় উৎসাহ নেই মনে,

ভাবনা দিনের সঙ্গী অকারণে ।

না–বসন্ত বিবর্ণ হয়োনা আর

তোমার লগনে দিও তুমি উপহার,

পাতা ঝরা ডাল উঠুক আবার সেজে,

নব আনন্দের বাদ‍্য উঠুক বেজে।

বন্ধ দুয়ার খুলে দিনু আজ হতে,

তোমার খুশিতে ভাসবো নতুন স্রোতে,

নদী,পাহাড় আর দুর সে ধানের ক্ষেতে,

নতুন ভাবে উঠবো আবার মেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eleven =