ভাল্লা’গেনা বৃষ্টি-বাদল

   সেকেন্দার আলি সেখ ##

ভাল্লা’গেনা নিম্নচাপে কাজল-কালো মেঘের খেলা

সূর্য আলো যায়না দেখা

আকাশে নেই আলোর রেখা

মেঘের খেলা গ্রামের বুকে , মেঘে-মেঘে বাড়ে বেলা

চার্দ্দিকে নেইকো লোক, আকাশ জুড়ে মেঘের মেলা l

মেঘের মেলায় ডাহুক ডাকে, মাছ ধরার ফাঁকে-ফাঁকে

দমকা ঝড়ের সাথে- সাথে দস্যি মেঘ জোরসে হাঁকে

ঝড়ের ঠেলায় কাঁপছে গাছ

নিম্নচাপ তো দেখায় নাচ

পাগলা আকাশ দম না ফেলে, আপন মনে ডাকে l

দমকা ঝড়ে বৃষ্টি ঝরে মাঠ ডুবে থই- থই

কানকো বেয়ে যায় পালিয়ে পুকুর ডোবার কই

কেউ বললো, পাশের নদীর বাঁধ ভেঙেছে

কেউ বললো , নদীর পাড়ে চিড় খেয়েছে

ডুবো মাঠে মা ডাকছে — আয় হাঁস চই -চই l

ভাল্লা’গেনা বৃষ্টি- বাদল, মুখ- গোমড়া দিনের আলো

তিনটে দিন বিদ্যুৎ নেই, রাস্তা – ঘাট বেজায় কালো

ভিজেছে উনুন জলের ছাটে

না খেয়ে কী সময় কাটে

ঘরের দাবায় সাজিয়ে ইট মাগো তুমি উনুন জ্বালো l

2 thoughts on “ভাল্লা’গেনা বৃষ্টি-বাদল

  • November 5, 2020 at 7:36 pm
    Permalink

    আপনাদের পত্রিকা বেশ ঝিমঝাম l ভালো লাগলো l আমার কবিতা প্রকাশ করার জন্য অবেক্ষণ সম্পাদক সহ পত্রিকা গোষ্ঠীকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা ও অনেক অনেক অভিনন্দন l আপনাদের ম্যাগাজিনে
    নিয়মিত লেখার ইচ্ছা রইলো l শুভ কামনা সহ —
    ড. সেকেন্দার আলি সেখ
    প্রিন্সিপাল: সুন্দরবন বি এড কলেজ

    Reply
  • November 5, 2020 at 7:42 pm
    Permalink

    আপনাদের পত্রিকা পড়লাম l ভালো লাগলো l সুন্দর l বেশ ঝিমঝাম l আমার কবিতা প্রকাশ করার জন্য প্রিয় সম্পাদক সহ অবেক্ষন পরিবারের সবাইকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা ও অনেক অনেক অভিনন্দন l অবেক্ষনে নিয়মিত ইচ্ছা রইলো l শুভ কামনা সহ—
    ড. সেকেন্দার আলি সেখ
    প্রিন্সিপাল: সুন্দরবন বি এড কলেজ

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =