ভূতের কথা

                   বদ্রীনাথ পাল, গৌরাংডি, পুরুলিয়া ##

ভূতের কথা বলবো কতো,বলতে লাগে ভয়-

বলছি তবু দু’এক কথা, না বল্লে যে নয় !

বর্তমানের ভূত গুলোকে চেনা বড়ই দায়-

সঠিক নজর থাকলে তবেই ওদের চেনা যায়।

যখন ছিল পোড়ো বাড়ি, শ্যাওড়া গাছের তল-

ঝুপসি আঁধার হলেই ওরা জুড়তো কোলাহল।

এঁদো, পচা ডোবায় ওরা ধরতো ছেঁকে মাছ-

রাত-বিরেতে জোনাক জ্বেলে করতো তাধেই নাচ।

যুগের হাওয়া বদলে গেছে, বদলে গেছে কাল-

তাইতো এখন পাল্টে গেছে সেই ভূতেদের হাল ।

আর খোঁজে না এখন ওরা রাতের অন্ধকার-

দিন-আলোতেই দেয় লাগিয়ে বিরাট ধুন্ধুমার।

রঙ্ পাল্টে এখন ওরা পরছে কোট আর টাই-

হাট-বাজারে, কোর্ট-অফিসে ওদের দেখা পাই।

জুলুমবাজি মস্তানিতে সময় কাটায় বেশ-

যায় আসে না কিছুই ওদের, যাক্ না চুলোয় দেশ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − five =