শান্তি রূপেন সংস্থিতা

 তাপস মুখোপাধ্যায় ##

সংবরো, সংবরো, সংবরো মা

এ ভয়ানক রূপ তব আর সহে না|

কৃপা কর শক্তিমান মহিষাসুরে,

ভক্ত ও যে তব মহিমা প্রচারে|

হিংসা ভুলিয়ে আনো মা শান্তি,

তব চোখে যেন পাই বিশ্ব প্রশান্তি|

এ ধরায় আজ শুধু অসুরের-ই বাস,

কত-কে দেবে সাজা করতে বিনাশ|

তব ঐ প্রচন্ড মুরতি দেখে,

অসুর কূল উঠিছে বিদ্রোহে জেগে|

বন্ধ হউক মাগো সুরা-সুর যুদ্ধ,

দেবতা কূলেরে তুমি করো আজ রুদ্ধ|

এ অসুর বেষ্টিত সমাজে,

চেতনায় আনো রঙ নব নব সাজে|

এ বিশ্বে সকলেরই প্রয়োজন আছে,

ভালোবেসে সকলেরে ডেকে নাও কাছে|

হে দশভূজা তব অস্ত্র কর সংবরণ,

দশভূজে হউক দশ-কর্ম রূপায়ণ|

পৃথিবীর রং-য়ে আসুক নতুন দিগন্ত,

সুরা-সুর মিলেমিশে হউক প্রাণবন্ত|

প্রথম দফায় প্রাণে আনো চেতনার সুর,

নিসৃত কর মোদের মনের অসুর|

দ্বিতীয় দফায় সবে দাও শুভ মতি,

কর্ম-কান্ডে, ভক্তি-শ্রদ্ধায় আসুক প্রগতি|

তৃতীয় দফায় মাগো সমতা আনো,

বৈষম্যের ব্যাভিচার থাকেনাকো যেন|

অন্নের অধিকার, মাগো সকলেরে দাও,

চতুর্থ দফায় দেশ ফসলে ভরাও|

রোগে, অনাহারে কেউ যেন না মরে,

পঞ্চম দফায় গড়ো নীরোগ সবারে|

ষষ্ঠ দফায় দাও সকলেরে বাসা,

ভালবাসাপূর্ণ সে বাসা হোক খাশা|

সকলেরে করো মাগো মহাবলীয়ান,

সপ্তম দফায় তাই মানুষ-অসুর কল্যান|

বসন তুলে দাও সবে দফা অষ্টমে,

হোক ভিন্ন, সমমূল্যে বামন-বোষ্টমে|

নবম দফায় মাগো জীবে বুদ্ধি দান,

হানা-হানি, রেষা-রেষি হয়ে যাক ম্লান|

দশম দফা থাক মাগো, এ বিশ্ব কল্যানে,

নব চেতনায় জাগরিত অসুর উথ্থানে|

ধন্য হ’ক পুণ্য হ’ক তব দশ দফা দান,

অসুর সংহারে রচিত এক নব উপাখ্যান|

নবোদয়ে হউক বদল এ বিশ্ব ধরার,

আগামী প্রজন্মের থাক বাঁচার অধিকার|

One thought on “শান্তি রূপেন সংস্থিতা

  • October 7, 2020 at 6:22 pm
    Permalink

    আসাধারন হয়েছে ,দশ দফায় প্রর্থনা

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =