সিঁ‌ড়ি

ঋজু রেজওয়ান ##

দুঃখ এক সিঁ‌ড়ি।

শুধু চন্দ্র‌বিন্দু ছেটে দিই…

নি‌চে নামলে অতল;

উপ‌রে উঠ‌লে আশ___

তার নানা পদ।

বিসর্গ না দি‌লেও যে তাই!

উদরের চাপা কান্না;

বিষাদ-‌বিরহী আশা___

কে যে কার তল।

চন্দ্র‌বিন্দু একা বিসর্গের…

জঠ‌র উপ‌রে ও‌ঠে

বিষাদ নি‌চের দি‌কে___

‌উপ‌রে না নি‌চে। সিঁ‌ড়ির দু‌’‌দি‌কে দু’‌টি রথ।

যার পে‌টে ভাত নেই, তাকে কি বিষাদ ছুঁ‌তে পা‌রে?

না বিরহ? তবুও সবাই ক‌’রে…সিঁড়ি ভাঙার শপথ।

‌ নি‌চে না হয়…

উপ‌র দি‌কে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 6 =