সুখ পাখিটা

অশোক দাশ ##

সুখ পাখিটা উড়ে গেছে কোন সুদূরে আকাশের নীলে,

ঠিকানা  তার  পাইনা  খুঁজে  কোথায়  পাব তারে!

রাতের  তারা   গুনে- গুনে  শিশিরে  সিক্ত  হৃদয়,

চাঁদের  হাসি  বাঁধ  ভেঙে  যায়  তবু কাটে না ভয়।

সুখের বাসা গহীন মনে ভালোবাসার পুষ্প কাননে

মণি-মুক্তো -অমূল্য রত্নে যায় না বাধা সোনার শিকলে,

দহন বুকে জ্বালিয়ে প্রদীপ দেখায় আলোর জ্যোতি,

নিজেকে করে নিঃশেষ ধুপ ছড়ায় সৌরভ সুগন্ধি।

মিছে শুধুই সুখের অন্বেষণ মায়া মরীচিকা অলীক কল্পনা,

সুখ-শান্তি হৃদয়  কুঞ্জে গভীর প্রেমের অক্ষয় আলপনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =