সেদিন যারা


প্রসূন মজুমদার, সোদপুর, উত্তর ২৪ পরগনা ##

সেদিন যারা বৃষ্টিতে ভিজেছিলো
গেয়েছিলো জীবনের জয়গান
তারাও কি কোন‌ওদিন ভেবেছিলো
বৃষ্টিও বৃষ্টিতে ভিজে করে স্নান!
বিস্ময়ে চেয়ে থাকি আজও তাই
কবরের নিচে খুঁজি মানবতা
বিশ্বাসে মেলে যদি সবটাই
দু-হাতে কুড়াই সেই সভ্যতা।
জীবন্ত আশাগুলো আজকেও
ভুলে যেতে চায় সব সংঘাত
কোনোদিন ভাবিনি তো স্বপ্নেও
ছেড়ে দিতে হবে তার এই হাত!
যতটুকু অধিকার ছিলো তার
কবিতার হাত ধরে ফিরে পায়
বক্তৃতা ছাড়া কি বা আছে আর
ছুটে যাই নিষেধের আঙিনায়।
বিবেকের সন্ধানে ছুটছো যে
সাধ্য কি দেবে তাকে প্রতিদান!
সব ছেড়ে পুরোনো সে সর্তে
মিটে যাক ছিলো যত ব্যাবধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =