স্মৃতিবৃক্ষ


 সৌমেন ধাড়া, সুগন্ধ্যা, হুগলি  ##


সেদিন মেয়ের সাথে ঘুরতে ঘুরতে,
চলে এসেছি স্মৃতিবৃক্ষের তীরে,
এখনো সেখানে লেখা সেই নাম,
গাছও কবিতার মতো মোছেনি,
লিখে রেখেছে প্রলয়ের পরেও ৷
কতদিন পর স্মৃতিকণা ফুল হয়ে,
ছড়িয়ে আছে চারিদিকে ….,
আমাদের বসার জায়গাটায়,
এখনও ঘাস গজায়নি জানো !
চারিদিকে এখনো সেই বকুলগন্ধ,
প্রজাপতিরা এখনো উড়ছে,
দামাল বাতাস শিহরণে বলে যাচ্ছে,
তোমার নাম –অপরাজিতা ৷
আকাশের দেবতারা অপেক্ষা করে আছে,
পরবর্তী কোনো কিশোর-কিশোরীর,
পদধ্বনি শোনার আশায়……..৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =