অবেক্ষণ শিশু মেলা

বিশ্বনাথ দাস

শিশুদের নিজস্ব মেলা এটি। আর পাঁচটা শিশু মেলার থেকে এই মেলা একেবারেই আলাদা। অন্য শিশু মেলায়, বড়দের হাত ধরে শিশুরা মেলায় যায়। কিন্তু এখানে শিশুরাই বিক্রেতা। তারাই তাদের হাতে তৈরি নানান খাবার বা অন্যান্য সামগ্রী বিক্রি করছে। বড়রা সেখানে শুধুই ক্রেতা। অবেক্ষণ নাট্য সংস্থা এবং অবেক্ষণ পত্রিকার উদ্যোগে সম্প্রতি একটু অন্য ধরণের এই শিশু মেলা হয়ে গেল উত্তর চব্বিশ পরগনা গোবরডাঙ্গায়।

মেলার উদ্বোধনেও ছিল অভিনবত্বের ছোঁয়া। মেলার উদ্বোধন করে এক বছরের ছোট্ট বিহান। আসলে এদিন ছিল বিহানের জন্মদিন। তাই তার চেয়ে ভিআইপি আর কে আছে? মায়ের কোলে চেপেই ফিতে কেটে শিশু মেলার উদ্বোধন করল ক্ষুদে বিহান মুখোপাধ্যায়।

শিশু মেলা উপলক্ষে স্থানীয় গড়পাড়া রিক্রিয়েশন ক্লাবের মাঠ ছিল জমজমাট। কচি হাতের তৈরি এগ রোল, ভেজ কবিরাজি, ঘুগনি যেমন ছিল, তেমনই ছিল বাদাম লস্যি বা কফিও। মাত্র ১০ টাকায় এক প্লেট চিকেন পকোড়া, চিলি চিকেন বা ভেজ কবিরাজি। ১৫ টাকায় এগ রোল, ভাবা যায়? তাই তো দিয়ে কুল করতে পারছিল না ক্ষুদে বিক্রেতারা।

এখানেই শেষ নয়, নানা ধরনের হাতের কাজ নিয়েও মেলায় বসেছিল কচিকাঁচারা। সেগুলির বিক্রিও মন্দ হয়নি। স্টলের নাম গুলিও ছিল বেশ চিত্তাকর্ষক। রোল কামাল, আহারে বাহারে, বেলুন বাহার, বাবানের বাজিমাৎ ইত্যাদি। ছিল স্থানীয় স্কুলের কচি কাঁচাদের উপস্থাপনায় বিজ্ঞানের নানা প্রদর্শনীও।

মেলা চত্বরে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। ছোটরা সেখানে নানা রকম সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে এলাকা মাতিয়ে রেখেছিল। অবেক্ষণের সম্পাদক পলাশ মুখোপাধ্যায় জানিয়েছেন, যান্ত্রিক জীবন থেকে সামান্য দূরে সরিয়ে ছোটদের নির্মল আনন্দ দেওয়ার জন্যই এই উদ্যোগ। অবেক্ষণের প্রবীন সদস্য পৃথা মুখোপাধ্যায় এবং রাজিত কর্মকারের কথায় প্রকাশ পেল একটা অন্য দিকও। তাদের মতে এই মেলা শিশুদের স্বনির্ভরতা এবং সামাজিক চেতনার পাঠও দেবে। মেলায় ছোটদের মুখে হাসিই সেই উদ্যোগের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব প্রমাণ করে দিয়েছে বলে দাবী অন্যতম সদস্য বিজয় মুখোপাধ্যায় এবং চিন্ময় বিশ্বাসের।

ছোটদের উৎসাহ দিতে হাজির ছিলেন বড়রাও। কাঁচা হাতে তৈরি চা অথবা 

কচি হাতে তৈরি এগরোল বড়রা কিন্তু ছাড়েননি কোনটাই। সকলেই জানিয়েছেন এমন মেলার ক্রেতা হিসেবে যথেষ্ট খুশি তারা । মেলা শেষ হলেও আসছে বছর আবার হবে এই অঙ্গিকার নিয়েই মাঠ ছাড়েন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + seven =

preload imagepreload image