অপূর্ণতা

 

 আশীষ মুখোপাধ্যায়, নলহাটি
##

অন্ধকারে নিশ্চুপ
কোন এক রাত জাগা পাখি ,
সকালেই উড়তে হবে—-
ক্লান্তির বেদনায় লাল আঁখি ।
আশা পরিত্যক্ত
পরিত্যক্ত ছোট্ট ভালোবাসা
বাসা-রিক্তমন
অপূর্ণ জীবন, দু: স্বপ্ন কান্না হাসা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − two =