অবসর

সাইনি রায়,  হাওড়া  ##

হাতে  এখন  শুধুই  অবসর রে খোকা ।

তোর পাঠানো  টাকায় ,

সংসার এখন রীতিমতো সচ্ছল ।

আমার কাজের সুবিধা হবে বলেছিলিস ,

আরো কাজের লোক রাখতে ।

রেখেছি তোর কথামতো ।

এখন সামান্যতম কাজও আর করতে হয়না আমায় ।

তাই এখন আমার শুধুই অবসর ।

তবুও কি অবসর আছে খোকা ?

দিনে যে কতবার ছাদে উঠতে হয় !

না না নতুন কোনো গাছ বসাইনি।

বুড়ি মায়ের কষ্ট হবে বলে ,

বারণ করেছিলিস গাছ বসাতে ।

শুনেছি তোর কথা।

তবুও নিয়ম করে ছাদে উঠতে হয় ।

তিনতলার ছাদে উঠতে বড্ড হাঁপিয়ে পড়ি ।

তবুও প্রতিদিন নতুন উদ্যমে সিঁড়ি ভাঙি ।

কেন  জানিস ?

আকাশের ওই প্লেনগুলোর জন্য ।

না জানি কত প্লেন ,

দিনে রাতে উড়ে যায় ।

কোনটা যে যায় আর কোনটা যে আসে ,

কিছুই  বুঝিনা  তা  ।

উত্তর – পূর্ব কোণের ওই দিকটা ,

বোধহয় দমদম হবে ।

এতদিন ধরে খেয়াল করেছি ,

বেশিরভাগ প্লেন যেন ওদিক দিয়েই ওড়ে ।

শুধু প্লেনগুলোকে দেখি আর ভাবি ,

ওর কোনোটায় বুঝি ;

আমার খোকা আসছে ।

আমায় না জানিয়ে ।

আমায় চমকে দেবে বলে । 

হঠাৎ করে চেনা স্পর্শে ,

পিছন দিক দিয়ে আমায় জড়িয়ে ধরে বলবে ,

” এই তো মা আমি এসে গেছি । “

সেই ভাবনাকে বুকে জিইয়ে রেখে ,

তোর ফেরার আশাকে সম্বল করে ,

দিন কাটে এখন প্লেন গুনে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =