অভাব
তুষার আচার্য্য ##
ঝরনার গলে পড়া পাহাড়ি শরীরে,
মিলে যায় ক্ষুদ্র মোহনায়।
রেখে যায় ক্ষণে স্মৃতি, পরশের রেখা, শান্ত চলাচলার শব্দ
শীতলার উষ্ণতা আর সবুজের বাহার।
গল্প বলার স্বরে হাওয়ার সাথে সহবাস।
অধরা থাকে মনের সকল আশ।
মনের পরতে পরতে অনাবিল হিমালয়,
শীতল করে, শুভ্র করে, পরশের পাহাড় গড়ে।
জন্মায় নামবিহীন নদী ।