আঁকতে পারি

হাসান ইবরাহীম, ফেনী, বাংলাদেশ ##

আঁকতে পারি ময়না পাখি

আঁকতে পারি টিয়া

হাতে- পায়ে গয়না দিয়ে

করবে টিয়া বিয়া৷

আঁকতে পারি দেশের ছবি

আঁকতে পারি রবি

আঁকতে পারি গাছ গাছালি,

নদী নালার ছবি৷

আঁকতে পারি সবুজ শ্যামল,

আঁকতে পারি বন

আঁকতে পারি ঘন্টি বাজার

ঝনঝনানি ঝন৷

আঁকতে পারি ফুলের ছবি

আঁকতে পারি দুল

আঁকতে পারি ময়নামতি

নদীর দু’টি কূল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eighteen =