আকাশ দাদার বিয়ে
গৌতম নায়েক ##
মেঘ গুড়গুড় বাদ্যি বাজায়
আকাশ দাদার বিয়ে,
প্রকৃতি মা ঘরটি সাজায়
কালোর কালি দিয়ে।
আলোর বন্যা বইয়ে দেয়
বজ্র ডেকোরেটার্স,
দূর দেশেতে বিয়ের আসর
কণের ঘর যে মার্স।
কাকাতুয়া আনলো বয়ে
টোপর সাদা বরণ,
মাথা নেড়ে গাছেরা নাচে
অপূর্ব তার ধরন।
ময়না টিয়া সুরটি ধরে
বিয়ে বলে কথা,
টিপ টাপ টিপ পুষ্প ছড়ায়
বৃষ্টি যথা তথা।
আনন্দেতে মাতে সবাই
পৃথিবী হোক বা গগন,
পাতটি পেড়ে ভোজটি খাবে
খুশিতে সবার মন।