আখের রস

        মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান  ##  

ঘুরছে চাকা  হাতের জোরে  

সকাল দুপুর বিকেল ভোরে,    

ঘন্টি  বাঁধা চাকার  মাথায়

দশ টাকা গ্লাস খাচ্ছে সবাই ।  

গামছা ঢাকা আখের ফালি  

চিনির জলে ভিজছে খালি,   

পুদিনা  লেবু আদার  রস

ছিবড়ে  আখ তায়  সরস ।

হচ্ছে পেষাই  ছিবড়ে আখ

গিলছে মানুষ লাগছে তাক,  

চাকার  ঘন্টি বললো,  টিং —

মেশাব  নাকি একটু   হিং ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =