আগমনী সুর…
দেবাশীষ ঘোষ,পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান ##
ঘুমন্ত কাশ বনে
এক কাপ চায়ে ভোরের
আরতি,
মেঘলা মন শিউলীর হাত ধরে
সুদূর দিগন্তে,
ছায়াঘন পথে নীল কবিতারা
উঁকি মারে একটু শরৎ
মাখার,
মূর্ছিত বিকেলও চঞ্চল
বাতাসে পাঠিয়ে দেয়
একখানি মুখরিত পত্র।
একতারা হাতে সুর কদম্বে
বাউল কন্ঠে আগমনী সুর।