আগমনী

গৌতম নায়েক, উলকুণ্ডা,  বীরভূম ##

আগমনী সুর আকাশে বাতাসে

আসিছেন মা উমা বাপের ঘর,

যে যেথা আছে বিদেশে প্রবাসে

ফিরে আসে সবে আপন ঘর।

**

আল্পনা আঁকে শিউলি রাণী

জলে আলাপন করে শতদল,

মা আসছেন, চলে কানাকানি

নৃত্য করে শুভ্র কাশের দল।

**

ঢাকিরা ব্যস্ত শেষ রিহার্সালে

মৃৎ শিল্পীর ব্যস্ততা চরম,

দোকানে দোকানে বিকিকিনি চলে

অবকাশ নেই ফেলিবার দম।

**

ঘরে ঘরে সাজাই বরণ ডালা

এসেছে অসুর বিনাশের পালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + seven =