আজকের আমি

কৌস্তভ ঘোষ  ##

আজকের আমি বৃষ্টি দেখেছি চাইনা দেখতে রোদ, 

আজকের আমি পরিশ্রান্ত ভুলতে চাই ক্রোধ। 

আজকের আমি শান্তশিস্ট স্রোতের দুনিয়ায়,

আজকের আমি একনিষ্ঠ মায়ার আঙিনায়। 

**

আজকের আমি চেয়ে দেখি পাথরের মাঝে প্রাণ,

আজকের আমি ভীষণ ব্যস্ত শুঁকতে ফুলের ঘ্রাণ। 

আজকের আমি আন্তরিকতার চেনা পথটায় হাঁটি,

আজকের আমি বাঁচতে চাই জীবনে পরিপাটি। 

**

আজকের আমি নতুন সুরে বাঁধি গান গিটারে, 

আজকের আমি সব ফেলে ভেসে যাই ঐ নীলে। 

আজকের আমি বিটলস, বব ডিলানে রয়েছি মেতে,

আজকের আমি হারিয়ে গিয়েছি পল্লীগীতির মাঝে। 

**

আজকের আমি এখনও দেখি চুপিসারে আসা ভোর,

আজকের আমি হারিয়ে গিয়ে খুঁজে ফিরি রাতভোর।

আজকের আমি জীবনের দামী অর্থ খুঁজে পাই, 

আজকের আমি সময়ের টানে পিছনে ফিরে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =