আজের শিশু

     বদ্রীনাথ পাল ##

রবি ! তোমার সহজ পাঠের সহজ বিষয় গুলো-

কেমন যেন আজের শিশুর চোখে ছড়ায় ধুলো !

তাদের মনে দাগ কাটেনা তোমার ছড়ার ডালি-

পার হচ্ছে শিশু বেলা দিয়েই জোড়াতালি।

আজের শিশু ঘুমিয়ে উঠেই গুড মর্ণিং বলে-

কোট আর টাই চাপিয়ে গায়ে টিউশনেতে চলে।

ম্যামি ড্যাডি বলছে ওরা মা ও বাবা ভুলে-

রাইম্সের-ই পদ্য পড়ে সবাই হেলে দুলে।

আজের শিশু ভুলেই গেছে চু কিৎ কিৎ খেলা-

ব ইয়ের ভেতর মুখটি গুঁজে কাটায় সারাবেলা।

হারিয়ে গেছে তাদের থেকে ঠাকুরমায়ের ঝুলি-

ওদের মুখে পাচ্ছে শোভা ইংরেজীর-ই বুলি !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fourteen =