আজ কাকে বলি কেমন করে মা

দীপকুমার, কলকাতা

 

আজ কাকে বলি কেমন করে মা

আমার শীত শৈশবের কথা,

আমার গায়ে জড়িয়ে থাকা

তোর পুরনো শাড়ি র নতুন কাঁথা !

কি মিষ্টি গন্ধে ছিল মাখা,

সারা দেহ ছিল তাতেই ঢাকা,

গলার কাছেই থাকতো গিট্ বাধা

তবুও লাগতো না যে ব্যথা

আজ কাকে বলি কেমন করে মা

আমার শীত শৈশবের কথা !

 

রাত্রে যখন খেতাম ভাত মা

তুই তুলে দিতিস গালে,

তোর কোলেতে বসিয়ে নিয়ে

ভাত মেখে তোর থালে l

আবার যখন ঘুমিয়ে যেতাম তোর বুকের ভেতরে,

নানান সুরে গান শুনিতাম কত না আদরে !

কেন ওরে মা বড় হলাম?

তোকে ছেড়ে দূরে এলাম?

আজও তুই যে তরু হয়েই আছিস

হইনি আমি লতা !

আজ কাকে বলি কেমন করে মা

আমার শীত শৈশবের কথা !!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 1 =