আড়াই কিলোমিটারের প্রেমপত্র !

ভালবাসা মানুষকে কত কিছু করতে উৎসাহিত করে। ভালবাসার কারণে যুগে যুগে প্রেমিক প্রেমিকারা কত কিছুই করেছেন যা সাধারণের চোখে পাগলামি। এবার প্রেমিকাকে চমকে দিতে প্রায় আড়াই কিলোমিটার রাস্তাজুড়ে প্রেমপত্র লিখলেন প্রেমিক। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের কোলাপুর জেলার শিরোল তহসিলের ধরঙ্গুট্টি গ্রামে। প্রেমিকের এমন কাণ্ড দেখে অবাক হয়েছেন গ্রামবাসী।

রাস্তাজুড়ে বিভিন্নভাবে প্রেমের গভীরতা বোঝাতে নানা কথা লেখা রয়েছে। যার মধ্যে রয়েছে- “I Love You, I Miss You, I miss you, জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি।” এমন আরো অনেক কিছুই লেখা রয়েছে রাস্তাজুড়ে।

জানা গেছে, সাদা অয়েল পেইন্ট ব্যবহার করে ওই প্রেমিক তার প্রেম বার্তাগুলি জয়সিংপুর থেকে ধরঙ্গুট্টি রুটে প্রায় আড়াই কিলোমিটার জুড়ে লিখেছেন। প্রেম প্রকাশের এই অভিনব ধরনের ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন পদক্ষেপ নিয়েছে। কে এই পাগল প্রেমিক? খুঁজতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 2 =