আনন্দময়ীর আগমন

অজিত কুমার কর, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর ##

আলোর বেণু উঠবে বেজে দেবীর আগমনে

শেফালিকা সুবাস ছড়ায় অঙ্গনে অঙ্গনে।

আকাশপথে ফুল ছড়িয়ে তৈরি মেঘমালা

বঙ্গনারী এখন থেকে সাজায় বরনডালা।

উন্মাদনা পাড়ায়-পাড়ায় থিমের ছড়াছড়ি

শিশুরাও ছাড়া পেয়েছে নেইকো কড়াকড়ি।

কত শিল্পী ব্যস্ত এখন ঠাকুর গড়ার কাজে

মৃন্ময়ীকে তুলির টানে সাজায় নতুন সাজে।

সবার জন্য কিছু তো চাই চলছে কেনাকাটা

ছোটো বড় যুবা-যূনীর উৎসাহে নেই ভাটা।

জল্পনাতে ব্যস্ত সবাই কখন কোথায় যাবে 

কী পোশাকে ঘুরবে কদিন এখন থেকে ভাবে।

পুজোর সময় কেউ দূরে যায় কেউ বা থাকে ঘরে

খুশির তুফান উথলে ওঠে সবারই অন্তরে। কৈলাসেও ব্যস্ততা খুব মা’র কি সময় আছে 

লক্ষ্মী-সরো-গণেশ-কেতো ঘুরছে মায়ের কাছে।

One thought on “আনন্দময়ীর আগমন

  • September 28, 2019 at 4:35 am
    Permalink

    সুন্দর সংখ্যা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 9 =