আবিষ্কার

স্বপ্না আচাৰ্জী, গান্ধীনগর, কোচবিহার ##  

মনে হয় একটা অন্ধকার গুহায় 

একা দাঁড়িয়ে আছি।

কিছুই দেখতে পাচ্ছি না,

নিজের মুখটাও অস্পষ্ট।

আগে তো কতবার —

একা দাঁড়িয়েছি 

চৌমাথার মোড়ে, পাতাহীন গাছের নীচে,

বাসস্টপে, পুকুরপাড়ে।

নিজেকে আবিষ্কার করার জন্য 

কখনও তো এত অপেক্ষা করতে হয়নি।

আজ কি সব কিছু আলাদা? 

সব অন্যরকম?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 12 =