আমার দাদু

বদ্রীনাথ পাল, গৌরাংডি, পুরুলিয়া ##

আমার দাদু বেশ সাহসী

কেবল সন্ধে হলে-

ভূতের ভয়ে লুকিয়ে পড়েন

দিদুর আঁচল তলে !

আমার দাদু বীর বটে বেশ

আরশোলাকে দেখে-

কেবল ভয়ে পালান ছুটে

ঢাল তরোয়াল রেখে !

আমার দাদু পেটুক তো নয়

কেবল খিদে পেলে-

সাবাড় করেন যা কিছু সব

হাতের কাছে মেলে !

মিথ্যে তো নয় এসব কথা

দেখতে পারো এসে-

কিন্তু রে ভাই নিষেধ আছে

গড়িয়ে পড়া হেসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 5 =