আরো একবার এসো ফিরে

সমরেশ পর্বত, রাজারহাট, উত্তর ২৪ পরগনা ##

তুমি আরো একবার এসো ফিরে

ফিরে এসো সুভাষ…

তোমার ভারত বর্ষের মাটিতে।

চেয়ে দেখো… 

এদেশ,এসমাজ, আজ জ্বলছে

পুড়ছে ধিকে ধিকে স্বদেশীর হৃদয়।

এ-মাটি… 

আবারো তোমার নয়, আমার নয়

কেবলি হারিয়ে যাচ্ছে স্বাধীনতা

হারিয়ে যাচ্ছি আমরা।

ফিরে এসো সুভাষ

তুমি আরো একবার ফিরে এসো

দেখো কাঁদছে জগৎ জননী

কাঁদছে ভারত মাতা।

আজ কোথায় গনতন্ত্র

আজ কোথায় তোমার স্বরাজ

গোটা দেশ জুড়ে চলছে দূর্নিতি।

এ-এক বিরাট খেলা

রঙের সাথে রঙের লড়াই

তুমি আমি খেলার পুতুল

গোটা দেশ কাঁপছে ভয়ে।

সুখে দুখে আর নেইকো কেউ

তোমার মতো চায়না ফিরে,

প্রাণ খুলে বাঁচবো কবে

তুমি আরো একবার এসো ফিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + two =