আলো ছড়িয়ে না পড়লে

অসীম মালিক, শীতলপুর, হুগলী ##


একমুখী আলো দ্রুত ছুটে আসলে,
আলোর কেন্দ্রবিন্দু স্থির না থাকলে।
আমি থমকে দাঁড়াই !
ওই আলোয় আলোকিত হয়,
মুষ্টিমেয় কয়েকজন।
অহংকারী আলোর বিচ্ছুরনে,
যাদের দেখাও যায়না।

আমি তো চাই,
সূর্যের মত, চাঁদের মত, মোমবাতির মত উৎস হতে
আলো ছড়িয়ে পড়ুক !
সূর্য বা চাঁদ একটা হলেও
মোমবাতি তো অগুনতি !
যা আমরা অনায়াসেই জ্বেলে দিতে পারি,
প্রতি ঘরে ঘরে।

আলো ছড়িয়ে না পড়লে,
চোখ বুজে আসে।
আমি তখন হৃদয়ে খুঁজি –
একটি সন্ধ্যা প্রদীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 20 =