উৎসব

     সাইনি রায়, হাওড়া  ##

উৎসব  তুমি  কার ?

তুমি  কি  আদৌ  সবার ?

তোমায়  তো  দেখি  শুধু ,

ধনীদের  হাতে  বন্দি ।

তোমার  মুক্তির  প্রতীক্ষায়,

আধপেটারা  অপেক্ষায় ।

দরিদ্র  নারায়ণ  যারা,

তোমার  সর্বজনীনতার  প্রসাদ  পায়না  তারা।

তাই  তোমারও  পরিবর্তন  লাগে।

আসছে  বছর  যখন  আবার  আসবে,

তখন  ধনী – দরিদ্র  দুজনেরই  হবে।

কন্ঠে  থাকবে  তোমার  সাম্যের  গান ।

দীন – দুঃখী – বুভুক্ষুও  গাইবে,

উৎসবের  জয়গান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 17 =