একটি আংটিতে চব্বিশ হাজারেরও বেশি হিরে, গিনেসে নাম কেরালার সংস্থার

বিশ্বের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা তৈরি নানা রেকর্ড নিয়মিত স্থান পেয়ে আসছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। এবার এক অবিশ্বাস্য রেকর্ড তৈরি করেছে কেরালার সংস্থা এসডব্লিউএ ডায়মন্ডস। 

এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সংস্থাটি জানিয়েছে, কীভাবে তারা ‌‌‌‌’এক রিংয়ে সবচেয়ে বেশি হীরা সেট’ করেছেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। গত ৫ মে কেরালার কারাথোডের সংস্থাটি এই রেকর্ডটি অর্জন করে।

‘The Touch of Ami’, the Guinness World Record winning ring by SWA Diamonds

মাশরুম-থিমযুক্ত এই আংটির নাম ‘অমি’। এটি তৈরিতে ২৪ হাজার ৬৭৯টি প্রাকৃতিক হীরা ব্যবহার করা হয়েছে।  মাশরুম ‘অমরত্ব’ ও ‘দীর্ঘায়ু’কে প্রতিনিধিত্ব করে। আর অমি সংস্কৃতে অমরত্বকে বোঝায়।

এসডব্লিউএ ডায়মন্ডস বলেছে, এই আংটিটি তাদের ব্র্যান্ডের প্রতি গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল।

সংস্থাটি জানায়, এই আংটির ওজন ৩৪০ গ্রাম এবং দাম প্রায় ৯৫,২৪৩ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =