একমাত্র সধবা গ্রাম

বিধবা গ্রামের নাম তো অনেকেই শুনেছেন। সুন্দরবনে আছে এমন নামের গ্রাম। কিন্তু সধবাদের গ্রাম! হ্যা এমন গ্রামেরও হদিশ আছে আমাদের কাছে।  স্বামী- স্ত্রী বন্ধন তো চির জনমের হয়, কিন্তু আপনি কি কখনো শুনেছেন স্বামী মারা গেল অথচ স্ত্রী বিধবা হন না, সত্যি তাই। এই গ্রামের স্ত্রীরা কখনও বিধবা হন না।

মধ্যপ্রদেশের মান্ডলা জেলার এই গ্রামের নাম বিহ্ঙ্গা। এই গ্রামেরই একটি পরম্পরা তাকে অন্য সব গ্রাম থেকে আলাদা করেছে, বিখ্যাতও করেছে। এই গ্রামে মেয়েদের বিধবা হবার কোনও নিয়মেই নেই। বাড়ির কোন স্ত্রীর যদি স্বামী মারা যায় তাহলে তিনি বিধবা হতে পারবেন না, তাকে বাড়ির নাতি বা স্বামীর দাদা, ভাই বা তাঁদের ছেলের সাথে বিবাহ দিয়ে দেওয়া হয়।
‌ শুনতে আজব লাগলেও এটাই সত্য ঘটনা, এই জনজাতির স্ত্রীদের স্বামী মারা যাওয়ার পর ওই পরিবারেই আবার বিবাহ সম্পন্ন হয়। তাই এই গ্রামে বিধবা হওয়ার বা থাকার কোনও সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 1 =