এক পাতার জীবন

     

প্রতাপ বর্মন, রাশিডাঙ্গা, কোচবিহার ##


আমি অন্ধকার থেকে মুক্তি পেতে
ঝাপসা আলোর পথ খুঁজি,
পূর্ণিমার চাঁদ দুপুরের পোড়া রোদ
জীবন পন সালিশি ধাড় সুজি,
বসন্তে কোকিলের ওলাউঠা
মাঘের শিশির  রাত কানা I
সেসব  দুবল পথচারিতা ঘড়ির কাটায়  মানা I
হঠাৎ  চোখে আঙ্গুল দিয়ে থমকে দাঁড়ায় স্বস্তি,
রাতের আলোয়  যেমন সাজে নিষিব্দ বস্তিI
তাদের অন্ধকার নামে ভোরের আলোয়,
তাদের অন্ধকার খুঁজে পেয়ে
লালসা জাগায় নিরালায়I
আমি দু:ভিক্ষের    ঘরনি জামার আঁচল  পেতে ও শেষ রক্ষা পাইনি
আমারও চিরসত্য  সূর্য্য উঠেছিল পূর্ব  আকাশে
চিরসত্য  জীবন বেঁচে ছিলো বাতাসে
তবু টানটান  ছিলো অপমান,
অন্ধকার পিছু ছাড়েনি  ছেড়েছে আপন জন I
আজও আমি তবু সাজি একান্ত  হয় I পরাজয়ের মিলন,
একাকী কেটে তো যাচ্ছে এক পাতার  অন্ধকার জীবনII


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 9 =