এবার ইউটিউবের সিইও হচ্ছেন এক ভারতীয় বংশোদ্ভুত
এবার ইউটিউবের সিইও হচ্ছেন এক ভারতীয় বংশোদ্ভূত। সম্প্রতি ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজস্কি পদত্যাগের ঘোষণা করেছেন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন।
সম্প্রতি এক ব্লগ পোস্টে ইউটিউবের সিইও’র পদ ছাড়ার ঘোষণা করেন সুসান ওজস্কি। পরিবার, নিজের স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে মনোযোগ দেওয়ার কথা জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৪ সালে তিনি এ পদে যোগ দিয়েছিলেন। তার আগে গুগলের বিজ্ঞাপন ও বাণিজ্য বিভাগে কাজ করেছিলেন তিনি।
জানা গেছে, নীল মোহনের বয়স ৪৯ বছর। তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। ২০১৫ সাল থেকে তিনি ইউটিউবের প্রধান পণ্যবিষয়ক কর্মকর্তা (সিপিও) হিসেবে কর্মরত।