এলাডিং বেলাডিং

পৃথ্বীমিতা দাস

 

বড় হয়েছি,

ছোট্ট বেলার খেলার সময় নেই |

পড়তে হবে, কাজ যে দরকারি |

জীবন চলছে নিজের হিসেব করেই |

 

বন্ধু ছিল অল্প |

শ্ত্রু ছিল বেশি |

তাদের নিয়েই গল্প |

স্বপ্ন ভিনদেশি  |

 

ছিল এক দেশ শৈশবকালে |

ছিলনা জীবন যন্ত্রণা |

টিফিন বক্সে ভরা ছিল সুখ |

চলছিল ভালো, – মন্দ না !

 

হারিয়ে গেছে স্কুলের টেবিল. |

হারিয়ে গেছে মাঠ |

হারিয়ে গেছে টিফিন খাওয়ার 

ফুচকা, পাপড়ি -চাট |

হারিয়ে গেছে মাঠের মাঝে বাছুর নিয়ে ছোটা |

সময় হলেই বিকেল বেলায়

খেলার জন্য জোটা |

 

বন্ধু -শত্রু সহপাঠীরা

স্মৃতির মধ্যে হারিয়ে গেল |

আয়না আবার তেমন সবাই

ঝগড়া করে দিন কাটাবো |

 

সকাল -সন্ধ্যে কিচিরমিচির |

সবাই ব্যাস্ত জীবন নিয়ে |

বিক্রি হচ্ছে সময় এখন,

পেটের জোগাড় করতে গিয়ে |

 

প্রশ্ন করি নিজের কাছে –

শৈশবেরা কোথায় গেল ?

কল্পরাজ্যে শুনতে পেলাম —

এলাডিং বেলাডিং শৈ লো !

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 17 =