“কপালসিরি” পত্রিকার অনুষ্ঠান

দুই মেদিনীপুর থেকে একযোগে প্রকাশিত খড়গপুরের  “কপালসিরি”   পত্রিকার প্রথম বর্ষ, প্রথম সংখ্যার বিষয় ছিল “কবি অংশুমান কর”। কলকাতা কলেজ স্ট্রিট কফি হাউসের  বইচিত্র সভাকক্ষে পত্রিকাটি আনুষ্ঠানিক প্রকাশ করেন কবি অভিজিৎ বেরা দীপান্বিতা সরকার ও সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অংশুমান কর, সন্দীপন চক্রবর্তী, সবর্না চট্টোপাধ্যায়, অজিতেশ নাগ, অনুপম দাস শর্মা প্রমুখ। অনুষ্ঠানের আন্তরিকতায় আপ্লুত অংশুমান জানান তার কবি ও ব্যক্তি জীবনের নানা স্মৃতিকথা।

এছাড়াও দীপান্বিতা সরকার, অভিজিৎ বেরা,  সম্রাজ্ঞী   বন্দ্যোপাধ্যায়,  সবর্না চট্টোপাধ্যায়, সন্দীপন চক্রবর্তী ও কবি তথা সম্পাদক অসীম   ভুঁইয়া কবি অংশুমানকে নিয়ে গভীরভাবে আলোকপাত করেন। একই দিনে   দিগন্ত পাবলিকেশন থেকে প্রকাশিত তরুণ কবি বর্ণালী ভুঁইয়ার  প্রথম কাব্যগ্রন্থ “যেখানে রোদ্দুর পড়ে  আছে”র শুভ উদ্বোধন হয় কবি অংশুমানের হাত ধরেই। কবি অংশুমানকে নিয়ে “কপালসিরি” পত্রিকার পাতায় কলম ধরেছেন ঐতিহ্যবাহী কৃত্তিবাস পত্রিকার সম্পাদক স্বাতী  গঙ্গোপাধ্যায়, প্রণবকুমার মুখোপাধ্যায় ,মৃদুল দাশগুপ্ত, চৈতালী চট্টোপাধ্যায়, সন্দীপন চক্রবর্তী, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, মন্দাক্রান্তা সেন,কুন্তল মুখোপাধ্যায় , সবর্না চট্টোপাধ্যায়   অসীম ভুঁইয়া ও  সোমা ব্যানার্জি কর। প্রচ্ছদ এঁকেছেন  দেবাশিস   সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =